জন্ম নিবন্ধন প্রকল্পের সার্ভারটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে BTCL এর সংযোগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কারিগরী কারণে BTCL সংযোগটিতে ত্রুটি দেখা দেয়ায় গত ২-২-২০১৫ হতে প্রকল্পের সার্ভারটি শ্লথ হয়ে পড়েছে যা অত্র প্রকল্পের এখতিয়ারের বাহিরে।বর্তমানে সর্ভারটির কাজ চলার কারণে জন্ম নিবন্ধন সাইটটি খুব স্লো কাজ করছে। যার কারণে জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে কিছুটা সময়য়ের প্রয়োজন হচ্ছে। তাই আমারা এই ত্রুটির জন্য দুঃখিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS