Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
--
Details

‘নোটিশ’

        এত দ্বারা ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণকে জানায় পবিত্র ঈদ- উল- আযহার শুভেচ্ছা (ঈদ মোবারক) এবং আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আয্‌হা উপলক্ষে গরু, ছাগল এবং অন্যান্য পশু কোরবানির পর বর্জ-আবর্জনা (অর্থাৎ রক্ত, বাড়াল ও অন্যান্য আবর্জনা) খোলা জায়গার উপর বা রাস্তার পাশে ফেলে না রেখে মাটির নিচে গর্ত করে ছাপা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অন্যতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

-----------

করোনার বিষয়ে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে

COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করতে:-

  • আপনার হাত প্রায়শই পরিষ্কার করুন। সাবান এবং পানি বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।
  • মাস্ক ব্যবহার করুন।
  • কাশি বা হাঁচি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
  • দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করুন।
  • আপনার চোখ, নাক বা মুখ স্পর্শ করবেন না।
  • কাশি বা হাঁচির সময় আপনার নাক এবং মুখটি কনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে কভার করুন।
  • অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন।
  • জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিন।

 

-----------

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমত্রী জননেত্রী শেখ হাসিনা, রাউজানের মাটি ও মানুষের নেতা, রাউজান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী (এমপি) মহোদয় এবং ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন সাহাবুদ্দিন আরিফ’র জন্য ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নবাসীদের কাছে দোআ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।

 

সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন।

 

Publish Date
19/07/2021
Archieve Date
30/07/2021