Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
ডিজিটাল পৃথিবীতে হ্যাটট্রিকের পথে বাংলাদেশ... ভোট দিন!!!
Details
ডিজিটাল পৃথিবীতে হ্যাটট্রিকের পথে বাংলাদেশ... ভোট দিন!!!
 
বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ। প্রথমে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তারপরের বছর ন্যাশনাল পোর্টাল। এ বছর আরেকটাতে WSIS পুরস্কার পেলেই হবে পুরস্কারের হ্যাটট্রিক! আমাদের জাতীয় গৌরব। বাংলাদেশ......বাংলাদেশ...বাংলাদেশ।
wsis পুরস্কার কী?
পৃথিবীর রাষ্ট্র নেতাগণের আইসিটির নতুন সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা করার ফোরাম WSISআইটিইউ এর আয়োজনে ও জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ফোরামের উদ্দেশ্য হল মানব-কেন্দ্রিক ও উন্নয়নমুখী তথ্য ভিত্তিক সমাজ প্রবর্তনের জন্য এক যোগে ও সহযোগী হিসেবে কাজ করা। এই ফোরামের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে স্টেকহোল্ডারদের আইসিটি ভিত্তিক উন্নয়নমূলক ও কৌশলগত কর্মকাণ্ডের সফলতা মূল্যায়ন ও পুরস্কৃত করার জন্য ২০১২ সালে WSIS পুরস্কারের প্রবর্তন করা হয়। প্রতিবছর স্টেকহোল্ডারদের মধ্য ১৮টি বিভাগে বিশ্বের মধ্য শ্রেষ্ঠতমদের পুরস্কৃত করা হয় যা আইসিটি ভিত্তিক উন্নয়নে আগ্রহী রাষ্ট্রের মধ্য মডেল হিসেবে পরিগণিত হয়।
 
এবার ৬ নম্বর বিভাগে (Enabelign Environment) বাংলাদেশের SPS for increased transparency, efficiency and responsiveness পুরস্কারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সরকারের নাগরিক সেবাসমূহ সহজিকরণের জন্য সরকার মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যায়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করছে। সকল সরকারি প্রতিষ্ঠানকে প্রতিবছর অন্তত একটি সেবাকে সহজিকরণ করা বাৎসরিক কর্ম পরিকল্পনার অংশ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি সেবার ক্ষেত্রে সময়, ব্যয়, ভ্রমণ ও মানগত বিষয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই নাগরিক কেন্দ্রিক সেবা প্রবর্তনের কৌশলগত ও কার্যকর উদ্যোগ বিশ্বের নানা দেশে আগ্রহ জাগাতে সক্ষম হয়েছে। আইসিটি তথা রাষ্ট্র পর্যায়ে উন্নয়নের পরিবেশ সৃষ্টির জন্য সেবা পদ্ধতি সহজিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।  WSIS পুরস্কার হবে এই উদ্যোগের সাথে জড়িত বাংলাদেশর জনগণের এক অনন্য স্বীকৃতি।
 
পরপর দুইবার wsis পুরস্কার পাওয়ার পর তৃতীয়বারের মতো এই পুরস্কার হবে আমাদের জাতীয় গৌরবের বিষয়।  বিশ্বের সকল দেশের ভোটে নির্বাচিত হয় বিভিন্ন বিভাগের বিজয়ীরা।
, , এবং ১৩ নং বিভাগে বাংলাদেশের চারটি উদ্যোগ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে।  ইমেইল ঠিকানা ব্যবহার করে সকলে এই ভোটে অংশগ্রহণ করতে পারেন।
 
১.  আগামী ১০ মার্চ ২০১৬ এর মধ্যে ভোট দিতে হবে।
২. প্রতিটি ইমেইলের ঠিকানা ব্যবহার করে ভোট দিতে হবে।
৩. বাংলাদেশের চারটি উদ্যোগ ৬, , ৯ এবং ১৩ নং বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। 
আমরা যা করতে পারি:
১. নিজে ভোট দেওয়া।
২. আমাদের আশপাশের সকলকে ভোট দিতে অনুরোধ করা।
৩. আমরা যে সমস্ত গ্রুপ মেইলে সদস্য, সেগুলোতে ভোট দেওয়ার অনুরোধ করে মেইল দেওয়া।
৪. আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বাংলাদেশের জন্য ভোট চেয়ে পোস্ট দেওয়া।
৫. এই সময়ের মধ্য আপনারা যে সমস্ত ফোরামে ও মিটিংয়ে কথা বলার সুযোগ পাবেন সেসকল স্থানে বাংলাদেশকে ভোট দানের জন্য উৎসাহ দেওয়া।
কীভাবে ভোট দিতে হবে তার প্রক্রিয়া এবং ভোট দেয়ার লিংক আপনারদের জন্য শেয়ার করা হলো:
 http://goo.gl/4fRVNh (vote link)
 
বাংলাদেশ WSIS পুরস্কার বাংলাদেশ সরকার ও জনগণের আইসিটি নির্ভর উন্নয়নের প্রচেষ্টার আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি।  জাতীয় গৌরবের জন্য নিজের কিছু সময় ব্যয় করে বিভিন্ন বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিতদের ভোট দেই
ধন্যবাদ।
Attachments
Publish Date
10/03/2016