এত দ্বারা ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র ঈদুল আযহাউপলক্ষে গরু- ছাগলের বাজার রাস্তার পাশে না বসিয়ে কোনো মাঠে বসাতে হবে, এবং গরু- ছগল কোরবানির পর বর্জ- আবর্জনা (অর্থাৎ- রক্ত, বাড়াল ও অন্যান্য আবর্জনা) খোলা জায়গায় বা রাস্তার পাশে ফেলে না রেখে মাটির নিচে ছাপা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
বিঃ দ্রঃবর্তমানে গরু-ছাগল চুরি হওয়া প্রতিরোধ করার জন্য আইন- শৃঙ্কলার বাহিনির পাশাপাশি ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণকে সজাক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আদেশক্রমে
সাহাবুদ্দিন আরিফ
চেয়ারম্যান
১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ
রাউজান, চট্টগ্রাম
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS