Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


Title
রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল শুরু
Details

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান গুজরা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান ও মীরধাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সাহাবুদ্দিন আরিফ বিএ। পশ্চিম গুজরা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ও গুজরা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহেরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমুল হক, ইমতিয়াজ হোসেন সুমন মেম্বার, সাধন বড়–য়া, টনি বড়–য়া, আবু হানিফা, শ্যামল বড়–য়া, প্রভাস বড়–য়া, যুবলীগ নেতা বকুল বড়–য়া, শ্রমিক নেতা কামাল মিয়া, শিক্ষখ অলক বড়–য়া, রেখা বড়–য়া, ঝুমুর পাল, মো.রফিক, ছাত্র নেতা রূপম বড়–য়া, এম.ইব্রাহিম, মো. খোকন, আজগর আলী, জামাল, রাশেদ, লিটন মেম্বার, আনোয়ার, সালাউদ্দিন সুজন। উদ্বোধনী খেলায় কাঠাল ভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) ৬ গোলে তকিসিকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ গোলে বদুমুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। গুজরা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় ২ গোলে আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতায় ফুটবলে কাঠালভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ গোলে তকিসিকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

Images
Attachments