রাউজানের মগদাইয়ে ১২ সেপ্টেম্বর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড- সংঘটিত হয়। এতে নগদ ৪ লক্ষ টাকা, ১০ ভড়ি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ ভস্মিভূত হয়। ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সাহবুদ্দিন আরিফ এবং স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ ইসমাইল হোসেন ঘটনা স্থাল পরিদর্শন করেন এবং যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের নাম ও ক্ষতির পরিমাণঃ
১। মোঃ হোসেন, পিতাঃ আবুল কাশেম।
ক্ষতির বিবরণঃ ৪ রুম বিশিষ্ট ১০´- ১০´ ফুট (কাচা টিনের ছাউনী)
২।নুর মোহাম্মদ, পিতাঃ মৃত মুন্সী মিয়া।
ক্ষতির বিবরণঃ ৩ রুম বিশিষ্ট ৬´ - ৬´ ফুট (কাচা টিনের ছাউনী)
৩।মনির আহমদ, পিরাঃ মৃত মুন্সী মিয়া।
ক্ষতির বিবরণঃ ৩ রুম বিশিষ্ট ৬´- ৬´ ফুট (কাচা টিনের ছাউনী)
৪। মোরশেদ আলম, পিতাঃ মৃত আমিনুল হক।
ক্ষতির বিবরণঃ ৬ রুম ১০´- ১০´´
৫।সেকান্দর, পিতাঃ মৃত কেয়ামত আলী।
ক্ষতির বিবরণঃ ৫ রুম ১৪´´ - ১০ ফুট।
৬।খায়ের আহমদ, পিতাঃ মৃত ফয়েজ আহমদ।
ক্ষতির বিবরণঃ ৪ রুম ৬´´- ৬´´ ।
৭।আবু তাহের, পিতাঃ মৃত ফয়েজ আহমদ ।
ক্ষতির বিবরণঃ ৪ রুম।
৮।শামসুল আলম, পিতাঃ মৃত তোফায়েল আহমদ।
ক্ষতির পরিমানঃ ৪ রুম।
৯।মোঃ আলী, পিতাঃ মৃত আহমদ মিয়া।
ক্ষতির বিবরণঃ ৫ রুম ১০- ১০´´
১০।মোঃ শফি, পিতাঃ মৃত আব্দুল জব্বার।
ক্ষতির বিবরণঃ ১০´ - ১০´ ফুট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS