Title
Information about West Guzra
Attachments
পশ্চিম গুজরা প্রাচীন মুসলিম বিজয় গাঁথার একটি উল্লেখ যোগ্য ইতিহাস। বর্তমানকালে পশ্চিম গুজরা ইউনিয়ন একটি ধর্ম নিরপেক্ষ এলাকা হিসেবে পরচিত। পশ্চিম গুজরার মানুষের একটিই পরিচয় "আমারা সবাই মানুষ, আমাদের কোন ভেদাভেদ নেই"। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরভ গাতার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জ্বল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - পশ্চিম গুজরা '' তেমনি একটি নাম।
পশ্চিম গুজরা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন মহা কবি নবীন চন্দ্র সেন।
- পশ্চিম গুজরা ইউনিয়নের আয়তন ১০.১০ কিমি২ (৩.৯০ বর্গমাইল),
- ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম গুজরা ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৪০৭ জন এবং মহিলা ৯,৭৩০ জন।
- রাউজান উপজেলার পশ্চিমাংশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে উরকিরচর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়ন; পূর্বে পূর্ব গুজরা ইউনিয়ন; উত্তরে পূর্ব গুজরা ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন এবং পশ্চিমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন অবস্থিত।
- পশ্চিম গুজরা ইউনিয়নে স্বাক্ষরতার হার ৬৮.১৮%। এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি প্রি-ক্যাডেট স্কুল রয়েছে।
- পশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান সড়ক নোয়াপাড়া-মগদাই বাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
- দর্শনীয় স্থান গুলোর মধ্যে জেতবন বিহার কম্পলেক্স এবং হালদা নদী উল্লেখযোগ্য।
- কৃতী ব্যক্তিত্বঃ ১/ কবি নবীনচন্দ্র সেন, ২/ বীর মুক্তিযোদ্ধা সরফরাজ খান বাবুল।
- বর্তমান জনপ্রতিনিধি লায়ন সাহাবুদ্দিন আরিফ চেয়ারম্যান।
- মৌজার সংখ্যা ২ টি। ১/ উত্তর গুজরা এবং ২/ পশ্চিম গুজরা।
- ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহঃ