পশ্চিম গুজরা প্রাচীন মুসলিম বিজয় গাঁথার একটি উল্লেখ যোগ্য ইতিহাস। বর্তমানকালে পশ্চিম গুজরা ইউনিয়ন একটি ধর্ম নিরপেক্ষ এলাকা হিসেবে পরচিত। পশ্চিম গুজরার মানুষের একটিই পরিচয় "আমারা সবাই মানুষ, আমাদের কোন ভেদাভেদ নেই"। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরভ গাতার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জ্বল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - পশ্চিম গুজরা '' তেমনি একটি নাম।
পশ্চিম গুজরা ইউনিয়ন নামকরণের ইতিহাস
ইতিহাস পাঠে জানা যায়, রাউজান উপজেলার গুজরা অঞ্চলটি অতি প্রসিদ্ধ সেই আদিকাল থেকেই। কারণ এই অঞ্চলে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (র.) এর বংশধর সৈয়দ আউলিয়া (রহ.) হিজরত করে এসে এলাকার মানুষকে হিদায়াতের আলোতে আলোকিত করেছেন। তাঁর আগমনের পূর্বে এই এলাকাটি ছিল শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া মগ অধ্যুষিত একটি এলাকা। তার আগমনের কারণে উক্ত এলাকাকে গুজরা নামে নামকরণ করা হয়েছে। গুজরা ফার্সি শব্দ। এর আভিধানিক অর্থ হল অতিবাহিত করা, যাপন করা, অবস্থান করা, বসবাস করা ইত্যাদি। রাউজানের এই অঞ্চলে মগ দুস্যুরা ধাওয়া করলে উক্ত অঞ্চল হতে সমস্ত জনগণ চলে গেলেও সৈয়দ আউলিয়া এর নির্দেশে তার বংশধর ও তার ভক্তরা উক্ত এলাকা হতে পালিয়ে না গিয়ে এই এলাকায় অতি কষ্টে জীবন যাপন বা জীবন অতিবাহিত করত বলে উক্ত এলাকাকে গুজরা নামকরণ করা হয়। পরবর্তীতে এলাকাটিকে সহজভাবে নিহ্নিত করার লক্ষ্যে পূর্ব গুজরা ও পশ্চিম গুজরা দুইটি ইউনিয়নে এবং উত্তর গুজরাসহ তিনটি মৌজায় বিভক্ত করা হয়।
পশ্চিম গুজরা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন মহা কবি নবীন চন্দ্র সেন।
মৌজা |
ওয়ার্ড |
গ্রাম/ পাড়া |
উত্তর গুজরা |
০১ |
কাগতিয়া, মাইজপাড়া, আজিমার ঘাট, গোলজার পাড়া, কাশেম নগর। |
উত্তর গুজরা |
০২ |
কাগতিয়া, পূর্ব মজিদা পাড়া, মধ্যম মজিদা পাড়া, জলদাশ পাড়া। |
উত্তর গুজরা |
০৩ |
উত্তর গুজরা, হাড্ডিয়া পাড়া, বানু পিতার বাড়ী, গুরুন পিতার বাড়ী, বড়ুয়া পাড়া, জমিদার পাড়া। |
উত্তর গুজরা |
০৪ |
রূপচান্দ নগর, তকি সিকদার বাড়ী, ইসলামপুর নকুল মহালদার বাড়ী, প্রভাত চকিদার বাড়ী। |
উত্তর গুজরা |
০৫ |
খগেন্দ্র মাষ্টার বাড়ী, বড়দা মাষ্টার বাড়ী, শ্যামচরণ মহাজন বাড়ী, মধ্যম পাড়া মাইজ পাড়া, ছিদ্দিক মাষ্টার বাড়ী। |
পশ্চিম গুজরা |
০৬ |
চাঁদের দিঘীর পাড়, কাঝর দিঘীর পাড়, ছৈয়দুল হকের পুরাতন বাড়ী, জলদাশ পাড়া। |
পশ্চিম গুজরা |
০৭ |
জলপান দিঘীর পাড়, অনিল মহাজন বাড়ী, ইসলামাবাদ, মীরধার পাড়া, গোরাছা ফকির পাড়া, চেয়ারম্যান বাড়ী। |
পশ্চিম গুজরা |
০৮ |
বদুমুন্সি পাড়া, জান মোহাম্মদ চৌং পাড়া। |
পশ্চিম গুজরা |
০৯ |
বৈদ্যপাড়া, সরকার পাড়া, আলী সওদাগর পাড়া। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস