জরুরী বিজ্ঞপ্তি
এত দ্বারা অত্র ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি দেশ বিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন সংগঠন দেশের পরিস্থিতি অবনতি ও আইন শৃঙ্কলা অবনতি ঘটানোর জন্য বিভিন্ন বিদেশী কূটনৈতিক ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে হত্যা ও যখম করে আসছে। এমতাবস্থায়, এ ধরনের জঙ্গি কার্যক্রম যাতে চালাতে না পাড়ে সেদিকে এলাকার জনপ্রতিনিধি, ধর্মিয় প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার জনসাধারণ-কে সজাগ থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিঃ দ্রঃ এ ধরনের রাষ্ট্র বিরোধী কর্মকান্ড কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলে এ ব্যপারে এলাকার জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্কলা রক্ষা কারি বাহিনীকে গোপনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এসব জঙ্গি সংগঠন যে ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের স্বার্থ উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে তা ইসলাম মতে যে অগ্রহণযোগ্য তা মসজিদে খোতবার সময় আলোচনা করার জন্য ইমাম সাহেবগণদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
নিবেদক
সাহাবুদ্দিন আরিফ
চেয়ারম্যান
১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস