এত দ্বারা ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আসন্ন পবিত্র ঈদুল আযহাউপলক্ষে গরু- ছাগলের বাজার রাস্তার পাশে না বসিয়ে কোনো মাঠে বসাতে হবে, এবং গরু- ছগল কোরবানির পর বর্জ- আবর্জনা (অর্থাৎ- রক্ত, বাড়াল ও অন্যান্য আবর্জনা) খোলা জায়গায় বা রাস্তার পাশে ফেলে না রেখে মাটির নিচে ছাপা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।
বিঃ দ্রঃবর্তমানে গরু-ছাগল চুরি হওয়া প্রতিরোধ করার জন্য আইন- শৃঙ্কলার বাহিনির পাশাপাশি ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের জনসাধারণকে সজাক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আদেশক্রমে
সাহাবুদ্দিন আরিফ
চেয়ারম্যান
১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ
রাউজান, চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস