শিরোনাম
পশ্চিম গুজরায় সরকারি সেবা হটলাইন ৩৩৩'র কল্যাণে মানবিক সহায়তা প্রাপ্তি
বিস্তারিত
সরকারি সেবা হটলাইন ৩৩৩'র কল্যাণে মানবিক সহায়তা পেলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা আবদুর রউপ। জানা যায় তিনি করোনা মহামারীর কারণে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পরেন। যার কারণে তিনি সরকারি মানবিক সহায়তা প্রাপ্তির আশায় ৩৩৩ নম্বরে কল করলে বিষয়টি রাউজান উপজেলা কার্যালয়ে জানানো হয়। রাউজান উপজেলা কার্যালয় থেকে ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লায়ন সাহাবুদ্দিন আরিফ সাহেবকে অবগত করলে জনাব আবদুর রউপকে ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার জন্য অনুরোধ করা হয় এবং তিনি ২৯ জুলাই ২০২১ খ্রিঃ তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান জনাব লায়ন সাহাবুদ্দিন আরিফ'র হাত থেকে মানবিক সহায়তার খাদ্যদ্রব্য গ্রহণ করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব জনাব ইমাম হাসান, ইউপি মেম্বার জনাব আবদুল মালেক, সাইফুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিক, যুবলীগ নেতা আকবর আলী জয়, শাওন বড়ুয়া এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ।