রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক দ্রুত মেরামত করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্থ নোয়াপাড়া সেকশন ২ সড়কের ডোমখালী এলাকায় ভেঙ্গে যাওয়ার পর দুইদিন যোগাযোগ বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুরোধমে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাউজানে হাজার হাজার মানুষের যোগাযোগ প্রধান মাধ্যম রাউজান নোয়াপাড়া সেকশন-২ সড়কটি প্রবল বর্ষণে ভেঙ্গে গেলে এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশে স্থানীয় পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লক্ষাধিক টাকা ব্যায়ে সংস্কাকর করে দেন। এসময় এলাকার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এলাকার উন্নয়নে একজন নিবেদিত প্রাণ। তিনি জাপানে সরকারী সফরে গিয়েও এলাকার মানুষের দু:খ দুর্দশার কথা চিন্তা করে সফর সংক্ষিপ্ত করে দ্রুত গতিতে নিজ উপজেলায় এসে পরিদর্শন করেন। এতে এই সড়কটিও দ্রুত ব্যবস্থা নিতে বলছেল আমরা এই কাজটা সম্পন্ন করি।
এসময় বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাইফুল ইসলাম লিটন, আনোয়ার হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস