Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


এক নজরে পশ্চিম গুজরা

পশ্চিম গুজরা প্রাচীন মুসলিম বিজয় গাঁথার একটি  উল্লেখ যোগ্য  ইতিহাস। বর্তমানকালে পশ্চিম গুজরা ইউনিয়ন একটি ধর্ম নিরপেক্ষ এলাকা হিসেবে পরচিত। পশ্চিম গুজরার মানুষের একটিই পরিচয় "আমারা সবাই মানুষ, আমাদের কোন ভেদাভেদ নেই"। কালের  গর্ভে হারিয়ে  যাওয়া  হাজারো  স্মৃতি  ও  কীর্তির  মধ্য  অতীতের  গৌরভ  গাতার  স্মারক  হয়ে  যে কটি  প্রাচীন  ইতিহাসের   অংশ  উজ্জ্বল স্বাক্ষী হয়ে রয়েছে  রাউজান  থানার  - পশ্চিম গুজরা ''  তেমনি একটি নাম। 

পশ্চিম গুজরা ইউনিয়ন নামকরণের ইতিহাস

ইতিহাস পাঠে জানা যায়, রাউজান উপজেলার গুজরা অঞ্চলটি অতি প্রসিদ্ধ সেই আদিকাল থেকেই। কারণ এই অঞ্চলে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (র.) এর বংশধর সৈয়দ আউলিয়া (রহ.) হিজরত করে এসে এলাকার মানুষকে হিদায়াতের আলোতে আলোকিত করেছেন। তাঁর আগমনের পূর্বে এই এলাকাটি ছিল শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া মগ অধ্যুষিত একটি এলাকা। তার আগমনের কারণে উক্ত এলাকাকে গুজরা নামে নামকরণ করা হয়েছে। গুজরা ফার্সি শব্দ। এর আভিধানিক অর্থ হল অতিবাহিত করা, যাপন করা, অবস্থান করা, বসবাস করা ইত্যাদি। রাউজানের এই অঞ্চলে মগ দুস্যুরা ধাওয়া করলে উক্ত অঞ্চল হতে সমস্ত জনগণ চলে গেলেও সৈয়দ আউলিয়া এর নির্দেশে তার বংশধর ও তার ভক্তরা উক্ত এলাকা হতে পালিয়ে না গিয়ে এই এলাকায় অতি কষ্টে জীবন যাপন বা জীবন অতিবাহিত করত বলে উক্ত এলাকাকে গুজরা নামকরণ করা হয়। পরবর্তীতে এলাকাটিকে সহজভাবে নিহ্নিত করার লক্ষ্যে পূর্ব গুজরা ও পশ্চিম গুজরা দুইটি ইউনিয়নে এবং উত্তর গুজরাসহ তিনটি মৌজায় বিভক্ত করা হয়।

পশ্চিম গুজরা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন মহা কবি নবীন চন্দ্র সেন।

  • পশ্চিম গুজরা ইউনিয়নের আয়তন ১০.১০ কিমি (৩.৯০ বর্গমাইল),
  • ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম গুজরা ইউনিয়নের লোকসংখ্যা ১৯,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ৯,৪০৭ জন এবং মহিলা ৯,৭৩০ জন।
  • রাউজান উপজেলার পশ্চিমাংশে পশ্চিম গুজরা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে উরকিরচর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়ন; পূর্বে পূর্ব গুজরা ইউনিয়ন; উত্তরে পূর্ব গুজরা ইউনিয়ন, হালদা নদী ও হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন এবং পশ্চিমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন অবস্থিত।
  • পশ্চিম গুজরা ইউনিয়নে স্বাক্ষরতার হার ৬৮.১৮%। এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি প্রি-ক্যাডেট স্কুল রয়েছে।
  • পশ্চিম গুজরা ইউনিয়নের প্রধান সড়ক নোয়াপাড়া-মগদাই বাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
  • দর্শনীয় স্থান গুলোর মধ্যে জেতবন বিহার কম্পলেক্স এবং হালদা নদী উল্লেখযোগ্য।
  • কৃতী ব্যক্তিত্বঃ ১/ কবি নবীনচন্দ্র সেন, ২/ বীর মুক্তিযোদ্ধা সরফরাজ খান বাবুল।
  • বর্তমান জনপ্রতিনিধি লায়ন সাহাবুদ্দিন আরিফ চেয়ারম্যান।
  • মৌজার সংখ্যা ২ টি। ১/ উত্তর গুজরা এবং ২/ পশ্চিম গুজরা।
  • ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহঃ

মৌজা

ওয়ার্ড

গ্রাম/ পাড়া

উত্তর গুজরা

০১

কাগতিয়া, মাইজপাড়া, আজিমার ঘাট, গোলজার পাড়া, কাশেম নগর।

উত্তর গুজরা

০২

কাগতিয়া, পূর্ব মজিদা পাড়া, মধ্যম মজিদা পাড়া, জলদাশ পাড়া।

উত্তর গুজরা

০৩

উত্তর গুজরা, হাড্ডিয়া পাড়া, বানু পিতার বাড়ী, গুরুন পিতার বাড়ী, বড়ুয়া পাড়া, জমিদার পাড়া।

উত্তর গুজরা

০৪

রূপচান্দ নগর, তকি সিকদার বাড়ী, ইসলামপুর নকুল মহালদার বাড়ী, প্রভাত চকিদার বাড়ী।

উত্তর গুজরা

০৫

খগেন্দ্র মাষ্টার বাড়ী, বড়দা মাষ্টার বাড়ী, শ্যামচরণ মহাজন বাড়ী, মধ্যম পাড়া মাইজ পাড়া, ছিদ্দিক মাষ্টার বাড়ী।

পশ্চিম গুজরা

০৬

চাঁদের দিঘীর পাড়, কাঝর দিঘীর পাড়, ছৈয়দুল হকের পুরাতন বাড়ী, জলদাশ পাড়া।

পশ্চিম গুজরা

০৭

জলপান দিঘীর পাড়, অনিল মহাজন বাড়ী, ইসলামাবাদ, মীরধার পাড়া, গোরাছা ফকির পাড়া, চেয়ারম্যান বাড়ী।

পশ্চিম গুজরা

০৮

বদুমুন্সি পাড়া, জান মোহাম্মদ চৌং পাড়া।

পশ্চিম গুজরা

০৯

বৈদ্যপাড়া, সরকার পাড়া, আলী সওদাগর পাড়া।